top of page

কিডনি কি?
কিডনি হলো শরীরের ছাঁকনি। এটি রক্ত পরিষ্কার করে, বর্জ্য বের করে দেয়, পানি ও লবণের ভারসাম্য রাখে এবং রক্তচাপ ও রক্ত উৎপাদনে সাহায্য করে।

কিডনির যত্ন কেন নিতে হবে ?
কিডনির যত্ন নিতে হবে, কারণ কিডনি নষ্ট হলে তা ফিরিয়ে আনা যায় না। এটি রক্ত পরিষ্কার করে, শরীরকে টক্সিনমুক্ত রাখে। কিডনি ভালো না থাকলে ডায়ালাইসিস বা প্রতিস্থাপন ছাড়া বাঁচা কঠিন।

ডায়ালাইসিস কি ?
ডায়ালাইসিস হলো একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে কিডনি কাজ না করলে মেশিনের মাধ্যমে রক্ত থেকে বর্জ্য ও অতিরিক্ত পানি পরিষ্কার করা হয়।
Our Clients Say
bottom of page